হাওড়া স্টেশন থেকে কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার ২

আমাদের ভারত, হাওড়া, ৬ মার্চ: আজ সকালে হাওড়া জিআরপি ও কলকাতা এসটিএফ তাদের গোপন তথ্য অনুসারে যৌথ উদ্যোগে অভিযান চালায় হাওড়া স্টেশনে। সেখানে ডাউন কাঠগোদাম এক্সপ্রেস থেকে দু’জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় তারা। তাদের কাছ থেকে মোট ৮ কেজি ৩৫ গ্রাম চরস উদ্ধার করেন তারা। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা। দ্বিতীয় দু’জনের মধ্যে একজনের বাড়ি বিহারে ও অপরজনের বাড়ি উত্তরপ্রদেশে। এর পেছনে বড় কোনো গ্যাং কাজ করছে বলেই তদন্তকারি অফিসার মনে করছেন। ধৃতদের আজ হাওড়া আদালতে তুলে পুনরায় নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারিরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here