কান্দিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতী

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২ ফেব্রুয়ারি: কান্দিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতী। শনিবার রাতে কান্দি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কান্দি থানার ঘোসবাসপুর গ্রামে দুই ব্যক্তি সহ দুটি আগ্নেয়াস্ত্র এবং দশ রাউন্ড গুলি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে ধৃতের নাম আলতাবুর সেখ এবং উস্তার আলি। দুজনের বাড়ি কান্দি থানার ঘোসবাসপুর গ্রামে। ধৃতদের কাছ থেকে একটি ৭.৬৫এম এম পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি নাইন এম এম পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার ধৃত দুজনকে কান্দি মহকুমা আদালতে পাঠানো হয় এবং ৫ দিনের পুলিশ হেপাজতের নেওয়া আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে ।
পুলিশের প্রাথমিক অনুমান, এলাকায় অবৈধ ভাবে জমিতে পুকুর খনন করে মাফিয়ারাজ চালাত বলে অভিযোগ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here