সাতসকালে পান্ডুয়ায় জোড়া দেহ উদ্ধার, অনুমান পরকীয়া

আমাদের ভারত, হগলী, ২১ নভেম্বর: হুগলীর পান্ডুয়ার পোঁটবা এলাকায় মাঠের মধ্যে উদ্ধার এক মহিলার দেহ৷ হীরামনি টুডু নামে বছর চল্লিশের ওই মহিলার বাড়ু ওই এলাকাতেই। আজ সকালে গ্রামের লোকজন মাঠে কাজ করতে গিয়ে পড়ে থাকতে দেখেন ওই মহিলাকে। তার পেটে, গলায় ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গ্রামের লোকজন দেহ দেখতে পেয়ে খবর দেন পুলিশে। পান্ডুয়া থানার পুলিশ এসে দেহটি হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার কিছুক্ষণ পরেই ওই গ্রামেরই এক ব্যক্তির দেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে। গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার দেহ। সম্ভু মুর্মু নামের বছর পয়তাল্লিশের ওই ব্যক্তিও পোঁতবা গ্রামেরই বাসিন্দা। পেশায় কৃষক ওই ব্যক্তির দেহও পান্ডুয়া থানার পুলিশ এসে উদ্ধার করে। দুটি দেহই ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

একই গ্রামে সকাল সকাল দুটি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুটি মৃত্যুর পিছনে কারণ একই কিনা খোঁজ খবর শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ। দেহ দুটি ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here