দোলের দিন তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২ ব্যবসায়ী, আহত ৪

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ মার্চ: তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনার বলি ২ ব্যবসায়ী। আহত আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে, সোমবার ভোররাতে করনদিঘি থানার ঝাড়বাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপড়ে। পুলিশসূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতদের নাম সুজয় ভৌমিক ( ৩৮) ও গৌতম দে ( ৫০)। মৃতদের ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়।

জানা গিয়েছে, ফাটাপুকুর এলাকার জনা দশেক ব্যবসায়ী দুটি গাড়ি ভাড়া করে রবিবার তারাপীঠ পুজো দিতে গিয়েছিলেন। পুজো দিয়ে বাড়ি ফেরার সময় করনদিঘির ঝাড়বাড়ি এলকায় দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে তাদের একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় আহতদের প্রথমে করনদিঘি ও পরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকিদের অবস্থার অবনতি হলে তাদের শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। মৃত দুইজনের দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here