বান্দোয়ানে উলটে গেল বরযাত্রী বোঝাই বাস, মৃত ২

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৪ নভেম্বর: রাস্তায় নিয়ন্ত্রণহীন ভাবে চালানোয় উলটে গেল বাস, প্রাণ গেল দুই বরযাত্রীর। আহত হলেন কম বেশি ৪০ জন যাত্রীই। এঁদের মধ্যে গুরুতর আহত ২২ জন।

জানাগেছে, শনিবার রাত্রে ঝাড়খণ্ডের কাঁড়রা থেকে পুরুলিয়ার জামতাড়া গ্রামে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ৪৪ জন যাত্রী। বান্দোয়ানের ধরমপুর গ্রামের কাছে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই বাসটি। জেলা পুলিশ সুপার জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে নেমে পড়ে বান্দোয়ান থানার পুলিশ। তিনটি অ্যাম্বুলেন্সে করে আহতদের উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় বসন্তপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দুই জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম কমলাকান্ত দাস(২৬) ও তাপস নন্দী (৫৫)। তাঁদের বাড়ি ঝাড়খণ্ডে। আহতদের পরে টাটাতে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here