
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ মার্চ:
৩৪ নম্বর জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। সূত্রের খবর, শুক্রবার ভোরে শান্তিপুর ঘোড়ালিয়া এলাকায় কলকাতা গামী একটি পাথর বোঝাই লরির সাথে একটি কৃষ্ণনগর গামী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মৃত্যু হয়েছে দুটি লরির সহকারি চালকের। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকে। পরে পুলিশ এসে লরি দুটিকে উদ্ধার করে নিয়ে গেলে পুনরায় যান চলাচল শুরু হয়।