
আমাদের ভারত, হাওড়া, ২৮ জানুয়ারি: পুকুরে পেতে রাখা জালে আটকে গেল একটি পূর্ণবয়স্ক লক্ষ্মী পেঁচা।
জানাগেছে, উদয়নারায়ণপুরের পালিয়াড়া গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক শ্যামল জানা মঙ্গলবার সকালে জালের মধ্যে লক্ষ্মী পেঁচাটিকে আটকে থাকতে দেখেন। পেঁচাটির গায়ে গভীর ক্ষত থাকায় তিনি তাকে বাড়ি নিয়ে আসেন। পরে বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যায়।
অন্যদিকে এদিন জগৎবল্লভপুরে বাকুল গ্রামে জনৈক ব্যক্তির বাড়িতে একটি লক্ষ্মী পেঁচা ঢুকে পড়ে। পরে পরিবারের সদস্যরা বন দপ্তরে খবর দিলে বন দপ্তরে কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে খবর, দুটি পেঁচাকেই চিকিৎসার জন্য হাওড়ায় পাঠানো হয়েছে।