বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহত ২ যাত্রীকে নিয়ে আসা হল মেদিনীপুরে

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৩ জুন:
তিনটি ট্রেনের ধাক্কায় মৃত্যুপুরী বালেশ্বর। দক্ষিণপূর্ব রেলওয়ে বালেশ্বর স্টেশনের কাছে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকজন ব্যক্তি। তাদের মধ্যে কয়েকজন নিহত ও অনেকে আহত হয়েছেন।

করমন্ডল এক্সপ্রেসে করে চেন্নাই যাচ্ছিলেন
দাসপুরের পার্বতীপুরের শ্রীকান্ত মাল ও শিমুলিয়ার আজিম উদ্দিন খান। দুর্ঘটনার পর গুরুতর আহত হন আজিমউদ্দিন খান।
তাদের বালেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন বালেশ্বরে ছুটে গেছেন। দুর্ঘটনাগ্রস্ত মানুষকে সাহায্যের জন্য মেদিনীপুর থেকে প্রচুর অ্যাম্বুলেন্স গিয়েছিল। সেই অ্যাম্বুলেন্সে করে পরিবারের লোকজন দুই আহত ব্যক্তিকে ঘাটালে নিয়ে আসেন। তারা এখন ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here