আমার ভারত, মুর্শিদাবাদ, ১১ জুলাই: বেসরকারি বাস উল্টে আহত হল ২০ জন যাত্রী। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি সালার রাজ্য সড়কের ওপর ভরতপুর পাওয়ার হাউস মোড়ের কাছে। স্থানীয় মানুষ ও পুলিশের সহায়তায় আহতদের ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সেখানকার চিকিৎসকেরা।
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে গেলে বাসের সমস্ত যাত্রী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ ও সালার পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মহঃ আজাহার উদ্দিন সিজার মিঞা। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান তিনি।