আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন: শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলাতে প্রায় ২০০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছেন বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পিংলায় এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। এই অনুষ্ঠানে এসে পিংলা ব্লকের বিভিন্ন এলাকার প্রায় ২০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলে জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অজিত মাইতি।