২ হাজার উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন, উদ্যোক্তা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘ

আমাদের ভারত, ২ আগস্ট: অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ সারা দেশে ১লা আগষ্ট স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের যোজনা করেছিল।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘর রাজ্য সাধারণ সম্পাদক বাপী প্রামাণিক জানান, এই যোজনা অনুসারে পশ্চিম বঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘ দুই হাজার উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করে। মূলত বিদ্যালয়ে ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পূজন, স্বাধীনতা সংগ্রামীদের জীবনী নিয়ে আলোচনা করা হয়।

পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় স্বাধীনতা অমৃত মহোৎসব উদযাপন হলো। আমাদের রাজ্যে ২১ টি জেলার ৬০টি মহকুমার ২৫০ ব্লকের, মোট ২০০০ টি বিদ্যালয়ে এই কার্যক্রম পালিত হলো। এই কার্যক্রম পালন করার জন্য সংগঠনের ৫২৫ টি গ্রুপে দুই থেকে তিনজন করে মোট ১২২০ জন্য শিক্ষক অংশগ্রহণ করেন। এই কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকাদের সাড়া মেলে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *