করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় আহত বাঁকুড়ার ২২ যাত্রী, আরও পাঁচজন নিরাপদ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ জুন: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় বেলা১১টা পর্যন্ত পাওয়া খবরে বাঁকুড়া জেলার ২২জন যাত্রী আহত হয়েছেন। আরও পাঁচ জন যাত্রী দুর্ঘটনার সাক্ষী। তারা সুস্থ আছেন।

আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর ও সর্বতোভাবে সহযোগিতার চেষ্টা চালানো হচ্ছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের মধ্যে বিষ্ণুপুর থানার বাঁকাদহের বাসিন্দা ও সোনামুখী থানার পাতজোড় গ্ৰামের এক বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে। করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার খবর জানাজানি হতেই উৎকণ্ঠা দেখা দিয়েছে ওই ট্রেনযাত্রীদের পরিবার পরিজনের মধ্যে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here