
সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৯ মে: কোভিড ১৯ আবহে গণবণ্টন ব্যবস্থায় ভালো কাজ করার জন্য রেশন ডিলারদের সম্বর্ধনা ও পুরস্কার দিল পুরুলিয়া জেলা প্রশাসন। পুরুলিয়া সার্কিট হাউসের সভা কক্ষে আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার ২৩ জন রেশন ডিলারকে এই সম্মান জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই রেশন ডিলাররা সরকারি নির্দেশ মেনে এবং রেশন দ্রব্য বিতরণে অভিনবত্ব ব্যবস্থা করেন। সাম্প্রতিক পরিস্থিতিতে খানিকটা চ্যালেঞ্জ নিয়েই পরিষেবা প্রদান করছেন এই রেশন ডিলাররা। তাদের উৎসাহ দিতেই জেলা প্রশাসনের এই পুরস্কার প্রদান। এদিন তাদের হাতে পুরস্কার তুলে দেন জেলাশাসক রাহুল মজুমদার জেলা পুলিশ সুপার এস সিলভামুরগণ এবং জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা।
প্রসঙ্গত, লকডাউনের শুরু থেকে রেশন সামগ্রী বিতরণের ক্ষেত্রে নানা সমস্যায় পড়েছিলেন অধিকাংশ গ্রাহক। বিপাকে পড়েছিলেন রেশন ডিলাররাও। দুর্নীতি ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন রেশন ডিলারকে সাসপেন্ড করে পুরুলিয়া জেলা প্রশাসন। সেই আঙ্গিকেই তাৎপর্যপূর্ণভাবে কয়েক জনকে পুরস্কৃত করে রেশন ডিলারদের কাছে একটা ভালো বার্তা পৌঁছাতে চাইছে জেলা প্রশাসন।