পুরুলিয়ায় অজানা জ্বরে আক্রান্ত ২৪৬ শিশু, উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য বিভাগ

সাথী দাস, পুরুলিয়া, ১৫ সেপ্টেম্বর: গোটা রাজ্যের সঙ্গে জেলা পুরুলিয়াতেও দিন দিন অজানা জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। ইতিমধ্যে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জ্বর, সর্দি কাশি সহ নানা উপসর্গ নিয়ে প্রায় দুশো শিশু ভর্তি হয়েছে। আক্রান্তের সংখ্যা বেশি থাকার কারণে এক একটি শয্যায় ছয় থেকে সাত জন শিশুকে রাখা হয়েছে। সমস্যায় পড়েছেন রোগী সহ তাদের বাড়ির লোকজন। দিন দিন আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে কারণ জানতে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে বলে জানানো হয়। ওই বোর্ডের সদস্যরা তদন্ত করে জানার চেষ্টা করবেন যে ঠিক কারণে শিশুরা এতো আক্রান্ত হচ্ছে।

এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট-কাম-ভাইস প্রিন্সিপাল ডা: সুকোমল বিষয়ী। তিনি বলেন, “আচমকা এত বেশি শিশুর সর্দি কাশি উপস্বর্গ নিয়ে ভর্তি হওয়ায় আমরা গুরুত্ব দিয়ে নজরে রেখেছি। ৮০ টি বেডে ২৪৬ জন শিশুকে চিকিৎসা পরিষেবা দিতে হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *