বাগদা রোডে মতুয়া ভক্ত বোঝাই ম্যাটাডর উল্টে আহত ২৫

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৭ জানুয়ারি: ম্যাটাডোর উল্টে আহত হল ২২ জন মতুয়া ভক্ত। আহতদের উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। আহতরা বাগদার বেয়াড়া এলাকার বাসিন্দা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার বলিদাপুকুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে বাগদার বেয়াড়া এলাকা থেকে দুটি ম্যাটাডোর বোঝাই করে বনগাঁ এলাকায় মতুয়া সম্মেলনে যোগ দিতে আসছিলেন ভক্তরা। ম্যাটাডোরের গতি বেশি থাকায় বাগদার বলিদাপুকুর এলাকায় আসার পরে নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাটাডোরটি রাস্তার উপর উল্টে যায়। ময়াটাডোরে থাকা সমস্ত যাত্রীরা আহত হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অন্য একটি ট্রাকে করে আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বনগাঁ হাসপাতালে বনগাঁর উত্তরের বিধায়ক বিশ্বজিত দাস তার একটি প্রতিনিধি দল পাঠায়। তিনি জানিয়েছেন, মর্মান্তিক একটি দুর্ঘটনায় বেশ কয়েক জন মহিলা, শিশু সহ বৃদ্ধ-বৃদ্ধা আহত হয়েছে। তাঁদের চিকিৎসাও শুরু হয়েছে।

মতুয়াদের দেখতে হাসপাতালে সাংসদ শান্তনু ঠাকুর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here