আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ জুন: খড়্গপুরের বিভিন্ন ওয়ার্ডের বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিচ্ছেন বলে শনিবার তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি দাবি করেছেন। এদিন তিনি সাংবাদিকদের বলেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যেদিন জেলাতে আসবেন, সেদিন বা তার পরের দিন বিজেপির কর্মীরা তৃণমূলে যোগদান করবেন। অজিত মাইতি বলেন, গতকাল শুক্রবার দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুরে এসেছিলেন, তারপরেই আজ খড়গপুর পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি সহ অন্যান্য দলের আড়াইশো জন রাজনৈতিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।
এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, অবিজেপি কয়েকটি দলের সক্রিয় নন এরকম বসে যাওয়া কিছু লোককে জুটিয়ে তাদের হাতে ঝান্ডা ধরিয়ে তৃণমূলে যোগদানের লোক দেখানো প্রদর্শনী চলছে। এভাবে তৃণমূলকে বাঁচানো যাবে না।