পুরুলিয়ার ঝালদা ও কোটশিলায় ২৫০০ জন বিজেপিতে যোগ দিলেন

সাথী দাস, পুরুলিয়া, ২৬ ডিসেম্বর: শুধু নেতারা নয়, বিজেপিতে যোগ দিতে উদ্যোগী হয়েছেন কর্মী সমর্থকরাও। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও তৎপর হয়েছে রাজনৈতিক দলগুলি। দল বদলে তৎপর হয়েছেন কর্মীরা। পুরুলিয়ায় বেশি করে দেখা দিয়েছে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলির নেতা কর্মীদের গেরুয়া শিবিরে যোগ দিতে। আজ বাঘমুন্ডি বিধানসভার জার্গো গ্রামে বিজেপির একটি দলে যোগদান সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় কমিউনিটি কক্ষের মাঠে ওই অনুষ্ঠানে তৃণমূল, কংগ্রেস এবং বামফ্রন্ট থেকে ৮১৩ জন বিজেপিতে যোগ দেন।

এদিনই কোটশিলা বাজারে আনুষ্ঠানিকভাবে ১৭০৪ জন কংগ্রেস, তৃণমূল এবং বামফ্রন্ট থেকে বিজেপিতে যোগ দেন। তাঁদের প্রতিনিধিদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।

বিজেপি জেলা সভাপতি জানান, “বিজেপি এখন সব দলের অধিকাংশ নেতা কর্মী সমর্থকদের গন্তব্যস্থল। তারা বুঝতে পেরেছেন কেন্দ্রে মোদীজির পরিকল্পনা ও প্রকল্পের সুবিধা নিতে গেলে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। আর সেই উদ্দেশ্যে বিভিন্ন দল থেকে আমাদের দলে যোগ দিচ্ছেন।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here