উলুবেড়িয়ায় পালিত হল সাধারণতন্ত্র দিবস

আমাদের ভারত, হাওড়া, ২৬ জানুয়ারি: মঙ্গলবার সারা দেশের সঙ্গে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ৭২তম সাধারণতন্ত্র দিবস পালন হল। এদিন উলুবেড়িয়া মহকুমার বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদার সঙ্গে সাধারণতন্ত্র দিবস পালিত হল। এদিন মহকুমার মূল অনুষ্ঠানটি হয় উলুবেড়িয়া ষ্টেডিয়াম মাঠে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন উলুবেড়িয়ার মহকুমাশাসক অরিন্দম বিশ্বাস।

এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর মহকুমাশাসক সকলের উদ্দেশ্যে ভাষণ দেন। পরে সাধারণতন্ত্র দিবসে অংশগ্রহণকারী দলগুলির কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। এদিন অবশ্য অন্যবারের মত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এদিনের কুচকাওয়াজে অংশ নেয়নি। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িযা পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলী, উলুবেড়িয়ার এসডিপিও অনিমেষ রায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here