তমলুকে মেডিকেল সার্ভিস সেন্টারের দ্বিতীয় সম্মেলন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ মার্চ: চিকিৎসকদের সংগঠন “মেডিকেল সার্ভিস সেন্টারে’র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে আজ দ্বিতীয় সম্মেলন তমলুকের সুবর্ণ জয়ন্তী হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের পতাকা উত্তোলন, মনীষিদের ছবিতে মাল্যদানের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা হয়। প্রায় তিন শতাধিক প্রতিনিধি সম্মেলনে যোগদান করেন। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের জেলা সম্পাদক ডাঃ জয়দেব ঘড়া। ডায়াবেটিস রোগের উপর সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ডাঃ পি এস মন্ডল।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক ডাঃ বিজ্ঞান বেরা, রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র, মাতঙ্গিনী গর্ভমেন্ট কলেজ অফ নার্সিং তমলুকের অধ্যক্ষা ডক্টর অপর্না রায়। সার্ভিস ডক্টরস ফোরামের সদস্য ডাঃ সৌরভ কুন্ডু, নার্সেস ইউনিটির সহকারী সম্পাদিকা কাকলি রাউত, তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় প্রমুখ।

সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। সম্মেলন থেকে ডাঃ এন কে প্রধানকে সভাপতি ও ডাঃ মেহেতাব আলিকে সম্পাদক করে ৩২ জনের একটি শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ডাঃ এন কে প্রধান। সম্মেলনে কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থবিরোধী স্বাস্থ্য নীতি নিয়ে আলোচনা হয় এবং তার বিরুদ্ধে আন্দোলনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here