বাগদায় পনের দাবিতে  বধূকে নির্যাতন ও  আত্মহত্যায় প্ররোচনা  দেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ জানুয়ারি: পনের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও 
আত্মহত্যায় প্ররোচনা 
দেওয়ার অভিযোগে গ্রেফতার স্বামী, শাশুড়ি ও ননদ। ওই গৃহবধূর মায়ের অভিযোগের 
ভিত্তিতে তিন জনকে
গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার কুমরখোলা এলাকায়। মৃত বধূর নাম রিয়া মল্লিক।পুলিশ জানিয়েছে, ধৃতদের 
নাম রাজু মল্লিক, শাশুড়ি 
সুমিত্রা মল্লিক ও ননদ
শেফালী গোলদার।

সূত্রের খবর, নদিয়ার 
ধানতলার রিয়া রায়ের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয় 
বাগদার কুমরখোলার 
বাসিন্দা রাজু মল্লিকের। অভিযোগ, বিয়ের কিছুদিন 
পর থেকে পনের দাবিতে গৃহবধূকে মানসিক এবং 
শারীরিক অত্যাচার করত তার
স্বামী, শাশুড়ি ও ননদ। এমনকী ওই বধূকে মারধর করা হত বলে অভিযোগ। মঙ্গলবার সকাল থেকে অশান্তি চরমে ওঠে। এদিন সন্ধ্যেয় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রিয়া। 

তার পরিবারের দাবি, শ্বশুর বাড়ির লোকেদের অত্যাচার সহ্য করতে না পেরে মৃত্যুর
পথ বেছে নিয়েছে রিয়া।রিয়ার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিন 
জনকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ।বুধবার ধৃত তিন জনকে বনগাঁ মহকুমা আদালতে
পাঠিয়েছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here