
আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার ডাকাতির চেষ্টা রুখে দিল পুলিশ। বসিহাট মহাকুমার মিনাখা থানার রাসখোলা মাঠ এলাকার ঘটনা। আজ বুধবার ভোররাতে তিনজন সশস্ত্র দুষ্কৃতী এলাকায় সমাজ বিরোধী কাজ, ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে জরো হয়েছিল।
পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসলে তিন জন সশস্ত্র দুষ্কৃতীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে দুইজনের বাড়ি মিনাখা থানা এলাকায়। বাকি একজন শাসন থানা এলাকার বাসিন্দা। এদের কাছে থেকে উদ্ধার হয়েছে গুলিভর্তি রিভলবার, লোহার রড, গ্যাস কাটার ,স্ক্রু-ড্রাইভার সহ আগ্নেয়াস্ত্র।
এদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানা এলাকায় সমাজ বিরোধী কাজ, ডাকাতি, রাহাজানি ছিনতাই, আতঙ্ক তৈরি করার অভিযোগ ছিল পুলিশের খাতায়। দীর্ঘদিন ধরে পুলিশ তাদের খুঁজছিল। ধৃত তিন দুষ্কৃতীর নাম আব্দুর রহিম মোল্লা, মোহাম্মদ সেলিম বক্স খান, প্রসেনজিৎ ঘোষ। ধৃতদের জেরা করছে পুলিশ।