শুরু হল ৩ দিনের সাহিত্য উৎসব উত্তরের হাওয়া

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৮ ফেব্রুয়ারি: শুক্রবার থেকে শুরু হল সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা উত্তরের হাওয়া, মেলা চলবে তিনদিন ধরে। জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আয়োজনে পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমি, পশ্চিমবঙ্গ কবিতা আকাডেমি ও জেলা তথ্য সংস্কৃতি দফতর।

উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলার একঝাঁক কবি সাহিত্যিকের উপস্থিতিতে মেলার উদ্বোধন হল। শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল। এছাড়া ছিলেন কামতাপুর ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বজলে রহমান, রাজবংশীয় ভাষা অ্যাকাডেমি বংশীবদন বর্মণ, ইতিহাসবিদ আনন্দগোপাল ঘোষ।

ধামসা মাদলের তালে আদিবাসী, রাভা, মেচেনি নৃত্যে মাধ্যমে মন্ত্রীকে বরণ করা হয়। মঞ্চে উত্তরবঙ্গের গান তুলে ধরে উদ্বোধনী সংগীত এবং জলে ফুলের পাপড়ি ছড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে কোনও মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে নিয়ে এত ভাবেনি। এই মেলার আবহাওয়া ধারন করার জন্য দুটি শব্দ ব্যবহার করেছি উত্তরের হাওয়া। এই মেলার মধ্য দিয়ে এটাই উত্তরবঙ্গের বৃহত্তর সাহিত্য পার্বণ মেলা হয়ে উঠবে। উত্তরবঙ্গের ভাষাকে অগ্রাধিকার দিয়ে এই মেলার শুরু হল।”

অন্যদিকে নাম না করে ইঙ্গিতে কেন্দ্র সরকারের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, “একধর্ম বলে তারা ক্রমাগত বিভিন্নভাবে চাপ দিতে চাইছেন। তাদের মনে করিয়ে দিতে চাই পৃথক ভাষা, পৃথক ধর্ম, পৃথক খাদ্যভাস দিয়ে আমাদের দেশ, আমাদের সংবিধান।”

উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “সামনের বছর দিনহাটায় এই মেলা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীকে।এখন দেখা যাক কী হয়।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here