বছরের শেষ দিনে তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোর সহ তিনজনের

আমাদের ভারত,উত্তর দিনাজপুর, ১ জানুয়ারি: ২০১৯ সালের শেষ দিনে তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোর সহ তিনজনের। দুটি দুর্ঘটনা ঘটেছে রায়গঞ্জ শহরে, অপরটি ডালখোলায়। সবকটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বছরের শেষ দিনটিতে আনন্দ উপভোগে মেতে উঠেছিল জেলাবাসী। এরই মধ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। কালিয়াগঞ্জ থানার সাহেবঘাটার বাসিন্দা প্রাথমিক শিক্ষক নন্দলাল রায় ( ২৩) মোটরবাইকে চেপে রায়গঞ্জ শহরে এক বন্ধুর বাড়িতে এসেছিলেন। ফেরার পথে শহরের বকুলতলা এলাকায় মহাত্মা গান্ধী রোডে তাঁর মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টোদিক থেকে আসা অপর একটি বাইকের। স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা নন্দলাল রায়কে মৃত ঘোষনা করেন। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অপরদিকে রায়গঞ্জ শহরের উদয়পুরে ১০ নম্বর রাজ্য সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। মৃতের নাম উৎপল হাজরা (৪০)। রাত এগারোটা নাগাদ কর্নজোড়া মেইন গেটে এক পিকনিক বাড়ি থেকে স্ত্রী সন্তানের জন্য খাবার নিয়ে বাড়িতে আসার সময় একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যাক্তির। আরও একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক কিশোরের। একটি ট্রাক্টরের তলায় চাপা পড়ে মৃত্যু হয় বিবেক শিকদার ( ১৩) নামে এক কিশোরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *