হরিশচন্দ্রপুরে বজ্রাঘাতে মৃত ৩, আহত ৪

আমাদের ভারত, মালদা, ৪ জুন: বৃহস্পতিবার দুপুরে বজ্রাঘাতে মৃত্যু হল ৩ জনের এবং এই ঘটনায় আহত হয় আরো ৪ জন। মৃতরা হল সুলতান আহমেদ (২৩), মিঠুন কর্মকার(৩৮) ও পিনু ওরাও(৫৮)। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে স্থানান্তরিত করা হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃতদের মধ্যে প্রথম জনের বাড়ি হরিশচন্দ্রপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে। দ্বিতীয় জনের বাড়ি দক্ষিণ রামনগরে ও তৃতীয় জন হরিশচন্দ্রপুর রেল স্টেশন সংলগ্ন গড়গড়ি এলাকার বাসিন্দা। ফলে এই ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে আচমকাই শুরু হয় প্রবল বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আর ওই সময় মাঠে কাজ করছিল তারা। ফলে বজ্রপাতের জেরে আহত হয়ে পড়ে তারা। এই ঘটনার পর তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হরিশচন্দ্রপুর গ্রামীন হাসপাতালে।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ওই তিন জনকে মৃত বলে ঘোষণা করেন এবং বাকি ৩ জন হরিশচন্দ্রপুর গ্রামীন হাসপাতালে ও একজন চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হরিশচন্দ্রপুর গ্রামীন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জিয়াউর রহমান সহ থানার আইসি সঞ্জয় কুমার দাস।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here