
আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ ডিসেম্বর: ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে বোমা ফেটে আহত দুই মহিলা সহ তিন জন। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার মুন্নাবস্তি এলাকায়। আহতদের নাম ভোলা সিংহ, খুশনামা খাতুন ও সাঞ্জনা বেগম, বাড়ি মুন্নাবস্তিতে। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার মুন্নাবস্তি এলাকার বাসিন্দা খুশনামা খাতুন ও সাঞ্জনা বেগম ছাগলের খাবারের জন্য স্থানীয় একটি হলুদ ক্ষেতে ঘাস কাটতে গিয়েছিল। ঘাস কাটতে কাটতে আচমকাই খুশনামা খাতুন ওই ক্ষেতে একটি কৌটো দেখতে পায়। ভোলা সিংহ নামে এক ব্যক্তিকে দেখতে পেয়ে কৌটোর বিষয়টি জানায়। ভোলা সিংহ তখন ওই কৌটোটা হাতে নিলে আচমকাই ওই কৌটোটি ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় ভোলা সিংহ, খুশনামা খাতুন ও সাঞ্জনা বেগন। ওই আওয়াজ শুনে আশপাশ থেকে ছুটে আসে স্থানীয় মানুষজন। তাদের রক্তাক্ত অবস্থায় দেখে এলাকায় ব্যাপার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ভোলা সিংহ, খুশনামা খাতুন ও সাঞ্জনা বেগমকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ভোলা সিংহ ও সাঞ্জনা বেগমের অবস্থার অবনতি হওয়ায় তাদের শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোয়ালপোখর থানার পুলিশ। তবে কে বা কারা, কি কারণে ওই হলুদ ক্ষেতে বোমা রেখেছে তার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।