
আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ মার্চ: দেখতে দেখতে ২৩ বছরে পা রাখল তমলুকের লাফিং ক্লাব। বৃহস্পতিবার তমলুকের লাফিং ক্লাবের সদস্যরা তমলুক স্টেশন চত্বরে পালন করল ২৩ তম উদযাপন দিবস। আগে শুধুমাত্র তমলুকে এই ক্লাব চালু থাকলেও পরবর্তীকালে হাসার উপকারিতা জেনে এই লাফিং ক্লাবের দুটি শাখা তৈরি হয়েছে। একটি রয়েছে তমলুকে এবং অন্যটি নন্দকুমারে।
২৩ বছর আগে তৈরি এই লাফিং ক্লাবের ইতিহাস ঘাঁটতে গিয়ে অনেকের কন্ঠে উঠে এল আবেগঘন মুহূর্ত। যারা এই লাফিং ক্লাব তৈরি করেছিলেন তাদের মধ্যে অনেকেই গত হয়েছেন। সেই সমস্ত মানুষদের প্রতি বৃহস্পতিবার শ্রদ্ধা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানের শুরুতে। ২৩ তম বর্ষপূর্তি উপলক্ষে একজন বৃদ্ধ গান করলেন। হাস্য যোগ করলে কি কি উপকার পাওয়া যায় সেই বিষয়ে বলা হয় বর্ষপূর্তির দিনে। সব মিলিয়ে দিনটির নতুন মাত্রা পেয়েছে এই ক্লাবের সদস্যদের কাছে।