যুদ্ধের আবহেই শক্তি বাড়াচ্ছে সেনা, রাশিয়ার কাছে ৩৩ টি যুদ্ধ বিমান কিনছে ভারত

আমাদের ভারত, ২ জুলাই: সীমান্তে ক্রমেই বাড়ছে উত্তেজনা। চিনকে মোকাবিলায় দ্রুত বায়ুসেনার শক্তি বৃদ্ধি নজর দিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার ৩৩ টি নতুন রুশ যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা ক্রয় পর্ষদ। এরমধ্যে রয়েছে ১২টি সুখোই-৩০ টিএমকেআই মাল্টিরোল এয়ার সুপেরিয়রিটি ফাইটার জেট এবং ২১ টি মিগ-২৯ যুদ্ধবিমান। এছাড়াও ভারতীয় বায়ুসেনার ৫৯ টি মিগ-২৯ যুদ্ধবিমান আধুনিকীকরণ করা হবে।

ডিআর ডিওর কাছ থেকে ২৪৮ টি অস্ত্র মিসাইল কেনারও সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ৩০০ কিমি পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ইলেক্ট্রো অপটিক্যাল ট্রেকিং সেন্সরের সাহায্যে দৃষ্টিসীমার বাইরে লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে এগুলো।

বর্তমানে ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০, মিগ-২৯ এবং তেজস যুদ্ধবিমান অস্ত্র ব্যবহার করে। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর জন্য ১০০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরীর প্রস্তাব ছাড়পত্র পেয়েছে। ক্ষেপণাস্ত্রটির নক্সা তৈরি তথা নির্মাণের দায়িত্ব পাবে ডিআরডিও।

ভারত মহাসাগরে চিন নৌবহরের তৎপরতা বৃদ্ধি দেখেই নৌবাহিনীর ক্ষেপনাস্ত্রের ভান্ডার বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *