পুরুলিয়ার আড়ষায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৩৫টি পরিবারের

সাথী দাস, পুরুলিয়া, ২ ফেব্রুয়ারি: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল ৩৫টি পরিবার। আজ পুরুলিয়ার আড়ষা ব্লকের সিরকাবাদে আয়োজিত তৃণমূলের কর্মী সম্মেলনে এই যোগদান পর্ব হয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলাপরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, জেলা তৃণমূল মুখপাত্র নবেন্দু মাহালি সহ অন্যান্য নেতৃত্ব।যোগদানকারীরা পুরুলিয়ার আড়ষা অঞ্চলের সিরকাবাদের নুনিয়া গ্রামের বাসিন্দা। সাধারণ মানুষ ও এলাকার উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগদান বলে জানালেন যোগদানকারীরা।

তৃণমূল জেলা নেতা তথা জেলাসভাধিপতি বলেন, “বিজেপি মানুষকে প্ররোচিত করছে। ভুল বুঝতে পেরে আমাদের সঙ্গে আসছেন। আজকের দলে যোগ তার অন্যতম উদাহরণ।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here