সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৩ জুলাই: বেয়ারা লকডাউন ভঙ্গকারীদের বাগে আনতে জেলাজুড়ে পুরুলিয়া পুলিশ দিনভর অভিযান চালাল। গ্রেফতার করা হল শতাধিক ব্যক্তিকে। পুরুলিয়া সদর থানার পুলিশ ৩৫ জনেরও বেশি আইন ভঙ্গকারিকে গ্রেফতার করে।
এদিন সকাল থেকে রাত পর্যন্ত জেলাজুড়ে পুলিশের টহল, নজরদারি ও তল্লাশি অভিযান জোর কদমে চলে। সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন জনবহুল এলাকাতে কার্যত রাস্তায় নির্জনতা লক্ষ্য করা গিয়েছে। দোকানপাট, হাট-বাজার সবই ছিল বন্ধ। যাত্রীবাহী যানও চলেনি। কিছু বেপরোয়া মানুষ কারণ ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়েন। তাদের বাগে আনতে শেষ পর্যন্ত গ্রেফতার করতে হয় পুলিশকে।
যদিও পুলিশের পক্ষ থেকে জেলা জুড়ে দুদিন আগে থেকেই লকডাউন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। সেই সতর্কতার পরামর্শ উপেক্ষা করেই এদিন কিছু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন আর তাঁরাই আজ গ্রেপ্তার হন।