চিনের সমর্থনেই জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা আবার ফিরবে : দাবি ফারুক আবদুল্লার

আমাদের ভারত, ১১ অক্টোবর: চিনের সমর্থনে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফিরে আসবে। জম্মু কাশ্মীর নিয়ে কেন্দ্রের সমালোচনায় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ফারুক আব্দুল্লা। ইন্ডিয়া টুডে কে দেওয়া সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বেশ কিছুদিন হল গৃহবন্দী দশা থেকে তিনি মুক্তি পেয়েছেন। আর তারপর থেকেই জম্মু কাশ্মীর নিয়ে কেন্দ্রের সমালোচনাও করে চলেছেন। তবে এই ব্যাপারে এতটা বিস্ফোরক হতে তাকে দেখা যায়নি। তবে এদিন ফারুক বলেন, এলএসিতে চিনা আগ্রাসনের পেছনে অন্যতম কারণ কাশ্মীরে ৩৭০ ধারা রদ। চিন কখনোই কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপকে সমর্থন করেনি। আশা করছি চিনের সমর্থনেই কাশ্মীরের ওই ধারা ফিরবে।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরোও বলেন,’আমি কখনোই চিনা রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করিনি, মোদী তাকে ডেকে ছিলেন, তার সঙ্গে দোলায় দুলেছিলেন, তার সঙ্গে খাওয়া-দাওয়া করেছিলেন। ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্র যা করেছে তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়।’

কাশ্মীরের সব নেতারা গৃহবন্দী দশা থেকে মুক্তি না পেলেও মুক্ত হয়েছেন ফারুক আব্দুল্লা ও তার ছেলে ওমর আব্দুল্লা। তবে ছাড়া পেয়ে কাশ্মীর প্রসঙ্গে সংসদে কথা বলতেন না পারায় বেজায় ক্ষুব্ধ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন,”সংসদে আমাকে কাশ্মীরের সমস্যা নিয়ে বলতে দেওয়া হয়নি।”

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে দুটি বিল পাস করে কেন্দ্র। একটি জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ এবং জম্মু কাশ্মীর লাদাখ কে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা। আর তারপরই রাজ্যের অধিকাংশ রাজনৈতিক নেতাকে গৃহবন্দী করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *