মুম্বাই থেকে উদয়নারায়ণপুরে আসা ৩৬ জন করোনা পজিটিভ

আমাদের ভারত, হাওড়া, ৩১ মে: মহারাষ্ট্র থেকে আসা পরিযায়ী শ্রমিকদের অধিকাংশ করোনা আক্রান্ত হওয়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এবার মুম্বাই থেকে উদয়নারায়ণপুরে আসা ৩৬ জন পরিযায়ী শ্রমিকের শরীরে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেল।

জানাগেছে, কয়েকদিন আগে উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকায় বসবাসকারী ৩৫০ জন উদয়নারায়ণপুরে ফেরে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। উদয়নারায়ণপুর ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মুম্বাই থেকে আসা এইসব শ্রমিকদের লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ৩৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৩৬ জনের মধ্যে একজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।

প্রসঙ্গত এই নিয়ে এখনো পর্যন্ত উদয়নারায়ণপুরে ৩৮ জনের শরীরে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here