বিদ্যুৎ দপ্তরের কর্মী সেজে প্রতারণার অভিযোগ, বেলিয়াবেড়ায় গ্রেপ্তার ৪

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৯ জানুয়ারি:
বিদ্যুৎ দপ্তরের কর্মী সেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হল ৪জনকে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পেটবিন্ধি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে এলাকায় কয়েক জন ব্যক্তি মিটার দেওয়ার নাম করে টাকা চাইছিল। গ্রামের মানুষজন তাদের সন্দেহ করে। পরে বেলিয়াবেড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার সেই চারজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে যে, মানপুর এলাকার বাসিন্দা রাজীব বেরা, চাক্রিশ্ন এলাকার বাসিন্দা কালীপদ ঘড়াই, শৌলাভেরী এলাকার বাসিন্দা, গৌরাঙ্গ সামন্ত ও মৃত্যুঞ্জয় জানা তারা প্রত্যেকেই পশ্চিম মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকার বাসিন্দা।

এলাকাবাসী জানায়, ৪ জন ব্যক্তি প্রত্যেকের বাড়িতে এসে মিটার দেওয়ার নাম করে ৯০০টাকা করে চায়। তারা মিটার নেওয়ার জন্য কেউ ৫০০, কেউ ৩০০ বা কেউ ২০০ টাকা দিয়েছে। তারপরেই তাদের সন্দেহ হওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here