১১টি চুরি করা বাইক সহ ধৃত ৪ জন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ জানুয়ারি :
আন্তঃ রাজ্য বাইক পাচার চক্রের চারজনকে ধরলো কোলাঘাট থানার পুলিশ। উদ্ধার এগারোটি বাইক। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হামেশাই চুরি হয়ে যেতো দামি মোটরবাইক। এমনকি বাড়ির মধ্যে থেকেও। পুলিশের উপরে চাপ বাড়ছিল দিনের পর দিন। গত পরশু পুলিশ কোলাঘাট থেকে একজনকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে পাঁশকুড়া থেকে দুজন ও ভগবানপুর থেকে একজনকে গ্রেফতার করে। আর উদ্ধার করা হয়েছে এগারোটা মোটরবাইক।

কোলাঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুদিন আগে কোলাঘাট থানার মহিষাগোট গ্রাম থেকে একজনকে গ্রেফতার করে। তাকে জেরা করে পরে আরো চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে এগারোটা বাইক উদ্ধার করেছে। এই চক্র রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি করা বাইক গুলি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে কাটিং করে বিক্রি করে দিত। আর বাংলাদেশও পাচার করা হত বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এই বাইক চুরি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here