আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৩ জুন: গোপন সূত্রে খবর পেয়ে ৮০ কেজি গাঁজা সমেত চার দুষ্কৃতিকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ। শনিবার দুপুরে নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামালগাজি এলাকা থেকে একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। সেই ভ্যানেই তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা।
এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম জাফর ঘরামি, রুলামিন সেখ, গিয়াসুদ্দিন গাজি ও বুয়া সাহা। এছাড়াও ধৃতদের কাছ থেকে চারটি মবাইল ফোন ও নগদ প্রায় সাড়ে তিন হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশের প্রাথমিক অনুমান, ভিন জেলায় পাচারের উদ্দেশ্যেই এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কোথা থেকে কিভাবে এই গাঁজা এল এবং এই গাঁজা ব্যবসার সাথে আরও কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্তের জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।