বাগনানের ৪ বিজেপি নেতার জামিন মঞ্জুর

আমাদের ভারত, হাওড়া, ১ ডিসেম্বর: বিজেপি নেতা কিঙ্কর মাঝি খুনের ঘটনার প্রতিবাদে বিজেপির ডাকা বাগনান বনধের দিন গ্রেফতার হয়েছিল বিজেপির ৬ নেতা। দীর্ঘ একমাস জেলে থাকার পর মঙ্গলবার ৪ বিজেপি নেতার জামিন মঞ্জুর হল। আর সন্ধ্যায় ৪ নেতা জেল থেকে বের হওয়ার পরেই উল্লাসে ফেটে পড়ল বিজেপি নেতা কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় উলুবেড়িয়া উপ সংশোধনাগার থেকে বের হতেই ৪ বিজেপি নেতাকে মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে বরণ করে নিল বিজেপির নেতা কর্মীরা। এদিন সন্ধ্যায় দলীয় নেতাদের বরণ করতে উলুবেড়িয়া উপ সংশোধনাগারের সামনে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি শিবশঙ্কর বেজ, সহ-সভাপতি রমেশ সাধুখাঁ, সাধারণ সম্পাদক সুরজিৎ মন্ডল সহ অন্যান্যরা।

প্রসঙ্গত দূর্গা পূজার অষ্টমীর দিন বাড়ির সামনে গুলিবিদ্ধ হন বিজেপি নেতা কিঙ্কর মাঝি। পরে কলকাতার হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে দলীয় নেতা খুনের প্রতিবাদে গত ৩০ অক্টোবর বিজেপির হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে বাগনান বনধের ডাক দেওয়া হয়। আর সেই বনধে বোমা মজুত, পুলিশের কাজে বাধা দেওয়া ছাড়া একাধিক অভিযোগে পুলিশ ৬ বিজেপি নেতাকে গ্রেফতার করে। মঙ্গলবার ৪ জনের জামিন মঞ্জুর হলেও ২ জন এখন জেলে আছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here