বিহারের চার কুখ্যাত সমাজবিরোধী গ্রেপ্তার চাকুলিয়ায়, উদ্ধার ১৫০ বোতল কাফ সিরাপ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ ডিসেম্বর: কিষানগঞ্জ থেকে ডালখোলায় যাবার সময় কানকি বাস ষ্ট্যান্ডের কাছে একটি গাড়ি তল্লাশি চালিয়ে বিহারের চার কুখ্যাত সমাজবিরোধীকে গ্রেপ্তার করেছে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৫০ বোতল কাফ সিরাপ। ধৃত চারজনকে ইসলামপুর আদালতে তোলা হয় এবং সাতদিনের পুলিশ হেফাজতে নিয়েছে কানকি ফাঁড়ির পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, প্রতিদিনের মত শনিবার রাতেও কানকি বাস ষ্ট্যান্ডের কাছে নাকা চেকিং চালাচ্ছিলেন কানকি ফাঁড়ির পুলিশ। কিষানগঞ্জের দিক থেকে ডালখোলাগামী একটি বিহারের গাড়িতে তল্লাশি চালালে গাড়ি থেকে ১৫০ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়। কাফ সিরাপ পাচার করার অভিযোগে পুলিশ গাড়ির চার যাত্রীকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন চন্দ্র শেখর কুমার, শম্ভু কুমার সিং, মন্দেশ কুমার সিং এবং অঙ্কুশ কুমার সিং। ধৃত চারজনের বাড়ি বিহারে। আটক ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃতদের বিরুদ্ধে বিহারে অসামাজিক কাজের একাধিক মামলা রয়েছে। ধৃত চারজনকে কানকি ফাঁড়ির পুলিশ ইসলামপুর আদালতে পেশ করে। তদন্তের স্বার্থে আদালত ধৃতদের চারদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, ধৃত চারজন বিহারের বিভিন্ন থানার বাসিন্দা। তাদের বিরুদ্ধে কি কি মামলা ঝুলছে তা জানতে বিহার পুলিশকে লিখিত ভাবে জানানো হয়েছে। ধৃতরা যে গাড়িটি ব্যাবহার করেছিল সেই গাড়িটি বাজেয়াপ্ত করেছে। এছাড়া কাফ সিরাপ পাচারের নামে ডালখোলায় কোনও অসামাজিক কাজ করতে তারা সেখানে যাচ্ছিলেন কি না পুলিশ সেটিও খতিয়ে দেখছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here