নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী প্রতীক্ষালয়ে ধাক্কা মোটরসাইকেলের, গোপবল্লভপুরে গুরুতর জখম ১ শিশু সহ ৪

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ জানুয়ারি: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার কমলাশোলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী প্রতীক্ষালয়ে ধাক্কা মারলো মোটরসাইকেল আরোহী। গুরুতর জখম একটি ৫ বছরের শিশু সহ চারজন।

আজ রতিন গাড়িয়া গ্রামের মিঠুন হেমরম(২৫), সত্যরঞ্জন খিলারি(২৩) ও অনিল হেমরম (৩০) বড়ো তাড়কি গ্রামে টেনিস খেলা দেখতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে কমলাশোল যাত্রী
প্রতিক্ষালয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় চারজনকে গোপীবল্লভপুরের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মিঠুন হেমরম ও অনিল কিস্কুর অবস্থার অবনতি হওয়ায় ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়েছে। বাকি দুজনের গোপীবল্লভপুর সুপার স্পেশালিট হাসপাতালে চিকিৎসা চলছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here