
পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: দীর্ঘদিন ধরেপানীয় জল থেকে বঞ্চিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জগৎপুর বাগানপাড়া এলাকার মানুষজন। গ্রামে টিউবয়েল রয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে তা বিকল হয়ে পড়ে রয়েছে। এছাড়া, ২০১৮ সালে সজল ধারা প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে জলের ট্যাপও দেওয়া হয়েছে, কিন্তু জল মেলেনি। তাই বাধ্য হয়ে দূর থেকে তাদের পানীয় জল আনতে হয়। যাদের সেই ক্ষমতা নেই তারা পুকুরের জল খেয়েই দিন যাপন করছেন।
এই গ্রামে প্রায় চল্লিশটি পরিবারে বাস।পুকুরের জল দিয়েই তারা রান্না করেন এবং সেই জলই ফুটিয়ে খেতে বাধ্য হচ্ছেন তারা। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। দীর্ঘ তিন বছর ধরে তাঁদের পুকুরের জল খেতে হচ্ছে।
পুকুরের জল খেয়ে মাঝে মাঝে শরীর খারাপ হয় শিশু থেকে শুরু করে বেশিরভাগ মানুষের। তবুও উপায় না থাকায় বাধ্য হয়ে কুকুরের জল খাচ্ছেন তারা।