
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: মেদিনীপুরের বঙ্কিম স্মৃতি সবপেয়েছির আসরের আয়োজিত ৪০ তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার মহালয়া উপলক্ষে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বিভাগে। পাঁচটি বিভাগের প্রতিযোগিতায় ২০০ জন ক্ষুদে প্রতিযোগী অংশ নিয়েছিল। প্রতি বিভাগে তিনজন করে মোট ১৫ জন সফল প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে রবিবার বিকেল সাড়ে চারটেয় বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক প্রাঙ্গণের অনুষ্ঠান মঞ্চ থেকে।
শহরের পাশাপাশি গ্রামগুলি থেকেও অংশ নিতে এসেছিলেন প্রতিযোগীরা। করোনা পরিস্থিতি থেকে কিছুটা মুক্ত হওয়ার পর, দুই বছর পর আবার আয়োজন করা হয় বার্ষিক অঙ্কন প্রতিযোগিতার। বিগত বছরগুলিতে অঙ্কন ছাড়াও নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, কুইজ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করা হলেও এবারে শুধু অঙ্কন প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছিল।
উল্লেখ্য, প্রতিদিন বিকেলে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগের মাঠে কচিকাঁচাদের নিয়ে আসরের কার্যক্রম পরিচালনা করা হয়।