২৪ ঘন্টায় ৪৪৯ করোনা পজিটিভে ৮০০০ পেরোল রাজ্য! মৃত ১৩, সুস্থ ১৮৪

রাজেন রায়, কলকাতা, ৭ জুন: রাজ্যে দু’দিন অন্তরই যেন ১০০০ করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আনলক ফেজ শুরু হতেই করোনা আক্রান্তের সংখ্যায় রাজ্যে যেন প্রতিদিনই ঘটছে রেকর্ড। প্রতিদিনই এই রেকর্ড ভাঙার প্রবণতা রীতিমত চিন্তায় রেখেছে স্বাস্থ্য আধিকারিকদের।

ফের ২৪ ঘন্টায় ৪৪৯ জন করোনা পজিটিভে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১৮৭ জনে। এদিন সংক্রমণ বেড়েছে রাজ্যের সব জেলাতেই। আরও ১৩ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ৩২৪ জনের। এরমধ্যে কলকাতা ৭ জনের, হাওড়ায় ২ জনের, উত্তর ২৪ পরগনায় ৩ জনের এবং দার্জিলিংয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, করোনা আক্রান্ত থেকে অন্য উপসর্গে ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে রাজ্যে মোট মৃত্যু ৩৯৬ জনের। ২৪ ঘন্টায় আরও ১৮৪ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ৩৩০৩ জন। আর তার কারণেই সুস্থ হওয়ার হার ৪০.৩৪ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৪৪৮৮ জন। তার মধ্যে এ দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ২৫২ জনের।

বুলেটিনে আরও জানানো হয়েছে, এদিন পর্যন্ত রাজ্যের ৪৩টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ২৭১০৭৪ জনের। তার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৯৭৮৬ জনের। সরকারি ৫৮২টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ২২৬৯৫ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৬৬৭৬১ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫৪৬৮২ জন। ছেড়ে দেওয়া হয়েছে ১০৬২৭৩ জনকে। শ্রমিক স্পেশাল ট্রেন ফেরত পরিযায়ী শ্রমিকদের তথ্যে জানানো হয়েছে, ১১৮০৬টি কোয়ারেন্টাইন সেন্টারে ১৩৮৪১৯ জন শ্রমিককে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। করোনা পরীক্ষা করে সুস্থ দেখে ৭৫৩৯১ জন শ্রমিককে কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *