করোনায় আক্রান্ত এবার পাওয়া গেল কর্নাটক- পাঞ্জাবেও, আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৫

আমাদের ভারত,৯ মার্চ:পাঞ্জাব ও বেঙ্গালুরুতেও এবার পাওয়া গেল করোনা আক্রান্তের হদিশ। সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৪৫। সোমবার যে ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে তিনি কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন।সোমবার তার রক্ত পরীক্ষা করা হয়,তা পজিটিভ হয়েছে। এই প্রথম কর্নাটকে কোন ব্যক্তির দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেল। জানা গেছে ওই ব্যক্তির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। অন্যদিকে পাঞ্জাবে এক ব্যক্তি সম্প্রতি ফিরেছিলেন ইতালি থেকে তার দেহেও পাওয়া গেছে করোনা ভাইরাস।

করোনাভাইরাস এর অস্তিত্ব পাওয়া গেছে কেরলের তিন বছরের এক শিশু ও জম্মুর ৬৩ বছরের বৃদ্ধার দেহে। দুজনকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। গত সপ্তাহে ওই শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে ইতালি থেকে ফিরেছিল। জম্মুর বৃদ্ধাও সম্প্রতি ইরানে গিয়েছিলেন। জম্মুর সরকারি হাসপাতালে বৃদ্ধার চিকিৎসা হচ্ছে। লাদাকে দুজনের দেহে পাওয়া গেছে করোনা ভাইরাস।

করোনা আতঙ্কে কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয়েছে বহু স্কুল। এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি মানুষের। প্রায় ১০০-র বেশি দেশে লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত।

দিল্লি, উত্তর প্রদেশ থেকেও দুজন আক্রান্তের খবর পাওয়া গেছে। করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে আগ্রা, তেলেঙ্গানা, জয়পুর থেকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *