নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষ্যে ৪৬ তম‌ পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৩ জানুয়ারি: নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে ৪৬‌তম পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা মহাসমারোহে অনুষ্ঠিত হল। বাঁকুড়া জেলা শহরের কেন্দ্রস্থল মাচানতলার নেতাজি মূর্তির পাদদেশ থেকে দৌড় শুরু হয়। দৌড়ের সূচনা করেন সংগঠনের সভাপতি ডাঃ অমিতাভ চট্টরাজ।

সাধারণ সম্পাদক রবীন মন্ডল জানান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্ৰাম জেলা থেকে ১১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ১ম পরীক্ষিৎ মাহাতো (পুরুলিয়া), ২য় শক্তিপদ বাউরী (পুরুলিয়া), ৩য় প্রনজিৎ পাল(খড়্গপুর), ৪র্থ সুন্দর বাউরী (রতনপুর) ও ৫ম সোমরাজ খাঁ (খড়্গপুর)। পুরস্কার বিতরণ করার আগে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন অলকা সেন মজুমদার, চেয়ারপার্সন গৌতম দাস, ভাইস চেয়ারপার্সন (বাঁকুড়া পৌরসভা), সংঘ সভাপতি প্রমুখ। পুরস্কার বিতরণ করেন চেয়ার পার্সন, ভাইস-চেয়ারম্যান ডাঃ অমিতাভ চট্টরাজ ও কার্যকরী সভাপতি দীপক ঘোষ। সফল প্রতিযোগীদের হাতে আর্থিক পুরস্কার ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় ও সকলকে গেঞ্জি স্মারক হিসেবে দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্বেও শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করায় উদ্যোক্তাদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *