আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ জানুয়ারি : উত্তর ২৪ পরগনার গারুলিয়ার নিরঞ্জন নগর এলাকায় অভিযান চালিয়ে ৫ টি সক্রিয় তাজা বোমা উদ্ধার করল নোয়াপাড়া থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে নোয়াপাড়া অঞ্চলের কুখ্যাত অপরাধী বিকাশ মালী ওরফে চুহা’কে।
নোয়াপাড়া থানার পুলিশ আধিকারিক পার্থসারথী মজুমদারের নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পায় গারুলিয়ার নিরঞ্জন নগর এলাকায় ঘোরাফেরা করছে এক দুষ্কৃতী। গভীর রাতে সেখানে নোয়াপাড়া থানার পুলিশের তদন্তকারী দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কুখ্যাত দুষ্কৃতী বিকাশ ওরফে চুহাকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে পুলিশ ৫ টি কৌটা বোমা উদ্ধার করেছে। ওই বোমাগুলি রাতেই নিষ্ক্রিয় করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত বিকাশকে জেরা করছে পুলিশ। বিকাশ নোয়াপাড়া এলাকায় ছিনতাই, তোলাবাজি, বোমাবাজি সহ একাধিক অসামাজিক কাজে যুক্ত বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে বেশ কিছুদিন ধরেই নোয়াপাড়া থানার পুলিশ খুঁজছিল। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল চুহা।