৫ দিন নিজের খরচেই যেতে হবে কোয়ারেন্টাইন শিবিরে, ভূটান ভ্রমনে উৎসাহ হারাচ্ছে ভারতীয় পর্যটকরা, ক্ষতি পর্যটন ব্যবসায়

আমাদের ভারত, ২৩ এপ্রিল: দেশ-বিদেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হল ভুটান। ডুয়ার্সের এই পাশ্ববর্তী দেশে প্রতিবছর পর্যটকদের ঢল নামে। পর্যটন মরশুমে কখনও কখনও বুকিং ফুল হয়ে যায়। ভিড় জমে যায় পারো, থিম্পু, পুনাখা এলাকায়৷ সেখানেও বেশ কিছু দ্রষ্টব্য স্থান রয়েছে। পারোতে টাইগার নেস্ট মনেস্ট্রি রয়েছে। এছাড়া রয়েছে জিগমে সিঙ্গে ওয়াংচুক ন্যাশানাল পার্ক, রয়্যাল মানস পার্ক সহ আরও বেশ কিছু।

কিন্তু এখন এসব অতীত। করোনা হানার পর থেকেই এই চিত্র পুরোপুরি পালটে গিয়েছে। পর্যটকদের জন্য দেশের মূল দরজা বন্ধ করে দেওয়া হয়। আর কেউ সেই দেশে পা ফেলতে পারে না। কিন্তু সম্প্রতি এই সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটেছে ভুটান। মূল দরজা না খুললেও উড়ানে ওই দেশে যাওয়া যাচ্ছে। তবে সমস্যা দেশের মাটিতে পা রাখলেই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। সম্প্রতি ১৯ এপ্রিল এই বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে ৫দিন নিজের খরচেই ভুটানের কোয়ারেন্টাইন শিবিরে থাকতে হবে। তারপর ঘুরতে বের হওয়া যাবে। কিন্তু পর্যটকরা এই হ্যাপা পোহাতে নারাজ। নিজেদের দেশে যখন কোনও করোনা বিধি নেই। তখন আর নতুন করে করোনা বিধি মানতে নারাজ পর্যটকরা৷ তাই ক্রমশ তারা উৎসাহ হারিয়ে ফেলেছে ভুটান যাওয়ার।

এপ্রসঙ্গে ট্যুর অপারেটর সম্রাট সান্যাল বলেন, “পর্যটন মরশুমে অনেক সময় বুকিং ফুল হয়ে যেত। নইলে ৯০% পর্যটক তো যেতই। কিন্তু এখন শুধুমাত্র বিদেশি পর্যটকরা যাচ্ছেন তাও ৫% হবে। যা পর্যটনের জন্য ক্ষতিকারক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *