ভারতে প্রথম লক ডাউন! সাত দিন ওড়িশার ৫ জেলা ও ৮টি শহর লক ডাউনের ঘোষণা সরকারের

আমাদের ভারত,২১ মার্চ:এবার করোনা সংক্রমণ আটকাতে লক ডাউনের পথে হাঁটলো ওড়িশা সরকার। রাজ্যের ৮টি শহর ৫টি জেলা লক ডাউন করার ঘোষণা করেছে নবীন পট্টনায়েক সরকার। ২২ মার্চ সকাল ৭টা থেকে ২৯ মার্চ রাত ৯ টা পর্যন্ত সবকিছু বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। তবে খোলা থাকবে জরুরী পরিষেবা।

রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশ মেনে এই নির্দেশিকা জারি করেছেন ওড়িশার মুখ্যসচিব।ওড়িশার পাঁচ জেলা গঞ্জাম, খুরদা, কটক, কেন্দ্রপাড়া,অঙ্গুল, সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। এছাড়া৮ টি শহর পুরী, সম্বলপুর, ঝারসুগুড়া, বালেশ্বর, জাজপুর রোড,জাজপুর টাউন, ভদ্রক, রৌরকেলা, লক ঘোষণা করা হয়েছে।

রাজ্যজুড়ে লাগু করা হয়েছে মহামারী আইন। ওষুধ, সবজি, দুধ, পুলিশ স্টেশন, দমকল, বিদ্যুৎসহ জরুরী পরিষেবা একমাত্র চালু থাকবে এই কদিন। এ ছাড়া আর কোন কিছু খোলা থাকবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। ভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে বিদেশ থেকে যারা এসেছেন তাদের নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক করেছে সরকার। নাম নথিভুক্ত করলে ১৪দিন আইসোলেশন থাকলে এককালীন ১৫০০০ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছে ওড়িশা সরকার।

উড়িষ্যায় দেশের প্রথম রাজ্য যেখানে প্রায় ৪০ শতাংশ এলাকা স্তব্ধ করে দেওয়া হল। গত কয়েক দিনে তিন হাজারেরও বেশি মানুষ বিদেশ থেকে ওড়িশায় এসেছেন। তাদের ৭০ শতাংশ খুরদা, কটক, গঞ্জাম কেন্দ্রপাড়া, অঙ্গুলের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *