নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের প্রতিবাদে ৫ ঘন্টা রেল চলাচল বন্ধ ছিল বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে

আমাদের ভারত, বীরভূম, ১৪ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জীর বিরোধীতা করে পাঁচ ঘণ্টা রেল অবরোধ করল আন্দোলনকারীরা। ফলে এদিন বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ মুরারই কলেজ মোড় থেকে মিছিল বের হয়। আন্দোলনকারীদের হাতে নাগরিকত্ব সংশোধনী বিল এবং নাগরিকপঞ্জী বিলের বিরোধীতা করে প্ল্যাকার্ড ছাড়াও ছিল ভারতের জাতীয় পতাকা। মুখে বিল বিরোধী শ্লোগানের পাশাপাশি মোদী ও অমিত শার মুণ্ডপাত করে আন্দোলনকারীরা।

সকাল ১০টা থেকে মুরারই রেলগেটে অবরোধ শুরু করে টায়ার জ্বালিয়ে। অবরোধের ফলে ডাউন শতাব্দী এক্সপ্রেস, আপ গুয়াহাটি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাড়িয়ে পড়ে। শতাব্দী এক্সপ্রেস বাঁশলৈ ব্রিজ স্টেশনে দাঁড়িয়ে পড়ে। রামপুরহাটে দাঁড়িয়ে ছিল গুয়াহাটি এক্সপ্রেস। এছাড়াও বেশ কয়েকটি লোকাল ট্রেন গতি রোধ হয়। এদিনের আন্দোলনে কোনও রাজনৈতিক পতাকা কিংবা কোনও নেতার দেখা মেলেনি। আন্দোলনকারী ওয়াদুদ রহমান বলেন, “আমরা এ বিল মানব না। ধর্মের ভিত্তিতে লাগু বিল প্রত্যাহার করতে হবে”।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here