আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ মে: ফের বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল ভাটপাড়ায়। সোমবার ভর সন্ধেয় ভাটপাড়া থানার ১১ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়ার ১০ নম্বর গলিতে বোমাবাজির ঘটনা ঘটালো একদল দুষ্কৃতী। দুষ্কৃতীদের ছোড়া পরপর দুটো বোমায় হরে কৃষ্ণ চৌহান (৫৮), হীরা সাউ (৩৮), রঘুনাথ চৌধুরী (৫১)-সহ পাচঁজন জখম হয়েছেন।
জনবহুল এলাকায় বোমাবাজির ঘটনায় মুহূর্তের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এরপর স্থানীয় বাসিন্দারা জখম ব্যক্তিদের উদ্ধার করেন। জখমদের চিকিৎসার জন্য আনা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। তবে গুরুতর জখম হরে কৃষ্ণ চৌহানকে নদীয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বোমাবাজির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় জড়িতদের খোঁজ চালাচ্ছে ভাটপাড়া থানার পুলিশ।