অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ জুলাই:
ঝাড়গ্রাম জেলার তিন জায়গায় বাজ পড়ে মোট পাঁচ জনের মৃত্যু হল। আশঙ্কাজনক আরও অনেকে, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। গোপীবল্লভপুরে এক, সাঁকরাইলে ২ ও জামবনিতে ২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ঝাড়গ্রাম জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে চলে নাগাড়ে বজ্রপাত। সেই সময় গোপীবল্লভপুর ১ নং ব্লকের মহুলি গ্রামে ক্ষুদিল মহাপাত্র নামে এক ব্যক্তি বাড়ির কাছেই মাঠ থেকে গরু আনতে গিয়ে মারা যান। সাঁকরাইলে দুই মহিলা ও জামবনীতে দুই ব্যক্তির বাজ পড়ে মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে সাঁকরাইলের ব্লকের ধানঘড়ি এলাকায় জমিতে ধান লাগাচ্ছিলেন ৬ জন মহিলা। তাদের উপর বাজ পড়লে ঘটনাস্থলেই মারা যান শিবানী কালিন্দী (৩০) এবং ৩৫ বছর বয়সী জতন কালন্দি। আহতদের ভাঙাগড় হাসপাতালে আনা হয়েছে। এছাড়াও জামবনীতে বাজ পড়ে মৃত্যু হয়েছে শেখ মুক্তার (৪৫) ও নেপাল মুর্মু(৫০) নামে দুই ব্যক্তির। পড়িহাটি গ্রাম পঞ্চায়েতের নাচদা গ্রামে দু’জন জখম হয়েছেন। তাদের চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।