খুনের মামলায় পাঁচ জনের যাবজ্জীবন 

আমাদের ভারত, মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: আনন্দপুর থানা এলাকার একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত তিন মহিলা সহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন মেদিনীপুর জেলা আদালতের বিচারক। সাজা প্রাপ্তরা সকলেই মৃতের পরিজন।

২০১৬ সালের নভেম্বর মাসে খুন হন বছর ছাপান্নর পূর্ণ ঘোষ। ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানা এলাকার করঙ্গপোতা গ্রামে। পূর্ণবাবুর খুনে অভিযুক্ত ছিলেন পাঁচজন। জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরেই এই খুন বলে পুলিশ সূত্রে খবর। 
 

মামলাটি চলছিল মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক অনন্যা বন্দ্যোপাধ্যায়ের এজলাসে। মঙ্গলবারই অভিযুক্ত পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। আজ, মামলার সাজা ঘোষণা করলেন বিচারক অনন্যা বন্দোপাধ্যায়। ৩০২ ধারা সহ ফৌজদারি দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্ত পাঁচজনেরই যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার শাস্তির আদেশ দেন বিচারক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here