
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ মার্চ:
এবার নদিয়ায় করোনায় আক্রান্ত হল ৯ মাসের শিশু সহ একই পরিবারের ৫ জন। আক্রান্তরা প্রত্যেকেই দিল্লির বাসিন্দা।
সূত্রের খবর, অভিষেক মন্ডল নামের এক যুবক ইংল্যান্ড থেকে গত ১৬ তারিখ দিল্লিতে তার বাড়ি ফেরে। সেই দিনই নদিয়ার তেহট্টের বার্নিয়ার বাসিন্দা অভিষেকের দাদুর মৃত্যু সংবাদ এলে ১৭ তারিখ দিল্লি থেকে বার্নিয়া পৌঁছান অভিষেকের বাবা ও মা। ১৯ তারিখ তাদের পরিবারের আরও ৫ জন দিল্লি থেকে বার্নিয়ার উদ্যেশে রওনা দেয়। আর এর পরই গত ২০ তারিখ করোনায় আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হন অভিষেক। দিল্লি থেকে বার্নিয়ায় এসেছে খবর পেয়ে ২৫ তারিখ তেহট্ট প্রশাসন দিল্লি থেকে আসা ওই পরিবারের ৭ সদস্য সহ মোট ১৩ জনকে পরীক্ষার জন্য তেহট্ট কর্মতীর্থে তৈরি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠায়। শুক্রবার সেই ১৩ জনের মধ্যে দিল্লি থেকে আসা ৫ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। তবে করোনায় আক্রান্ত অভিষেকের বাবা ও মা এর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন ওই আক্রান্তরা এই কয়দিনে কত জন ও কাদের সংস্পর্শে এসেছিল তাদের সন্ধান চালাচ্ছে তেহট্ট প্রশাসন।